প্রবল বৃষ্টিতে রাত থেকে জল বাড়ছে আরামবাগের (Arambag) দ্বারকেশ্বর নদে। এর জেরে আরামবাগ সতীতলা এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। পার সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল থেকেই বিষয়টি তদারক করছেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী (Swapan Nandi)। তিনি জানান, ওই সমস্ত পরিবারগুলি জন্য খাবার ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাত থেকে বৃষ্টিতে দ্বারকেশ্বরের জলস্তর বেড়ে থৈ থৈ আরামবাগ। উত্তরপাড়ার বিভিন্ন জায়গা জলমগ্ন। রাতভোর টানা বৃষ্টিতে জল যন্ত্রনা উত্তরপাড়া শহরে। শহরের একাধিক জায়গায় জল জমেছে। উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজারের রেল লাইনের কালভার্টের তলায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ। মাখলা এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে যাতায়াত করছে। এলাকার মানুষের অভিযোগ, এই সমস্যা দীর্ঘ দিনের। রেল কর্তৃপক্ষ ও পুরসভা স্থায়ী নিকাশি ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরেই একটু বৃষ্টি হলে ভোগান্তি সাধারণ মানুষের।













































































































































