জয় দিয়ে ইউরো কাপের (euro cup) অভিযান শুরু করল ফ্রান্স( France )। মঙ্গলবার রাতে তারা হারাল জার্মানিকে( Germany)। ম্যাচের ফলাফল ১-০।

চলতি ইউরো কাপে সব থেকে চর্চার ম্যাচ ছিল ফ্রান্স বনাম জার্মানির ম্যাচ। যেমন চর্চা, তেমন পরিচয় দিল দুই দল। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে ফ্রান্স বনাম জার্মানির ম্যাচ। জার্মানির বিরুদ্ধে দিদিয়ে দেশঁর দল সাজিয়ে ছিল এমব্যাপে, গ্রীজম্যান,বেঞ্জীমাকে সামনে রেখে। গোটা ম্যাচ জুরে চলে আক্রমণে পালা। কম যাননা মুলার, টনি ক্রুজরা। কিমিচ, মুলারদের নেতৃত্বে জার্মানরা আক্রমনে উঠলেও, ফিনিশ করতে ব্যর্থ হয় তারা। তবে এরই মাঝে ম্যাচের ২০ মিনিটে জার্মানি ফুটবলার হামেলসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ চালায় দুদল। কিন্তু গোলের দরজা খুলতে ব্যর্থ হয় জোয়াকিম লোর দল। এদিকে অফসাইডের কারণ বাতিল হয় ফ্রান্সের দুটি গোল।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস












































































































































