বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রোমোটার( Bollywood actor Sushant Singh Rajput) মৃত্যুর এক বছর হল। মুম্বইয়ে বান্দ্রার যে অ্যাপার্টমেন্ট (Mumbai Bandra) থেকে সুশান্তর দেহ উদ্ধার হয়েছিল সেটি এখন অব্দি তালাবন্ধ রয়েছে। সুশান্ত মৃত্যু মামলার মীমাংসাও এখনো হয়নি। কিন্তু ওই বিলাসবহুল ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার চেষ্টা করছেন অ্যাপার্টমেন্টের প্রোমোটার। কিন্তু কে ভাড়া নেবেন এই অভিশপ্ত অ্যাপার্টমেন্ট?
জানা গিয়েছে যত শীঘ্র সম্ভব প্রোমোটার ভাড়া বসাতে চান। জন্য কিছুটা ভাড়া কমাতে হয় তাতেও রাজি তিনি। ২০১৯-এর ডিসেম্বর থেকে বান্দ্রায় ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন সুশান্ত। সমুদ্রের ধারে ওই অ্যাপার্টমেন্টে ভাড়া মাসিক চার লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু প্রোমোটার এখন নিরুপায় হয়ে ওই ফ্ল্যাটটি মাসিক চার লক্ষ টাকাতেই দিয়ে দিতে রাজি।



































































































































