শ্রীলঙ্কা( Sri lanka) সফরে ভারতের( india) কোচ হয়ে যাচ্ছেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। মঙ্গলবার তা জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট ( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে যে শিখর ধাওয়ানদের দায়িত্ব সামলাবেন দ্যা ওয়াল সেটা সবাই জানত। শুধু বাকি ছিল সরকারিভাবে ঘোষণা। মঙ্গলবার সেটাও করে দিলেন বোর্ড প্রধান।

এদিন সৌরভ বলেন, “রাহুল দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন।”
আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ড সিরিজ খেলতে ইংল্যান্ডে বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাদের সঙ্গে রয়েছেন কোচ রবি শাস্ত্রীও। তাই জুলাই মাসে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়াদরে কোচ হচ্ছেন দ্রাবিড়।
শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে এই মুহুর্তে মুম্বইতে ক্রিকেটাররা একজোট হতে শুরু করেছে। ইতিমধ্যেই টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমাররা। আগামী ১৩ থেকে ২৫ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন:মঙ্গলবার ইউরো কাপে হাঙ্গেরির মুখোমুখি পর্তুগাল












































































































































