রাজ্যের বনমন্ত্রী হওয়ার পর এই প্রথম আলিপুর চিড়িয়াখানায় এলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। আজ, সোমবার সকালে চিড়িয়াখানা পরিদর্শনে এসে বড়সড় ঘোষণা করলেন বনমন্ত্রী। চিড়িয়াখানা ও বনদফতরের আধিকারিকদের পাশে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পশু-পাখিদের চিকিৎসায় এবার আলিপুর চিড়িয়াখানার ভিতরই তৈরি হবে মিনি হাসপাতাল। একইসঙ্গে সকলের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে আরও বেশকিছু ঘোষনা করেন তিনি। সুন্দরবন থেকে আরও রয়েল বেঙ্গল টাইগার আগামীদিনে নিয়ে আসা হবে বলেও জানান জ্যোতিপ্রিয় মল্লিক।
বনমন্ত্রীর কথায়, “পশু-পাখিদের কোনও শারীরিক সমস্যা হলে তাদের বাইরে নিয়ে যেতে হয়। সেই সমস্যা সমাধানের জন্যই এই মিনি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত বন দফতরের। যাতে প্রাথমিক চিকিৎসায় কোনও সমস্যা না হয়। কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনেও যাবেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।












































































































































