নিউটাউন গুলিকাণ্ডে এবার ভাঙড় থেকে আটক হল ৪ জন। ধৃতদের বাড়ি পাঞ্জাবে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে তদন্তকারীদের সূত্রে। চলছে জেরা।
নিউটাউনে গুলিকাণ্ডের পরই সময়ের হিসাব করে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এমন সময় সূত্রে মারফত পুলিশের কাছে খবর পৌঁছয় ভাঙড়ের চিনাপুকুর এলাকায় একটি নির্মীয়মান বিল্ডিংয়ে থাকছিল ৪ জন। এর পর সেখানে পৌঁছে পুলিশ তাদের আটক করে। আটক হওয়া ৪ জনের সঙ্গে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধৃতদের জেরা করা হচ্ছে। নিউটাউন গুলিকাণ্ডের সময় তারা কোথায় ছিল, কী করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সুমিত কুমার এবং ভরত কুমারের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে কিনা বা কী ধরনের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবরে আরও জানা যাচ্ছে, এই জিজ্ঞাসাবাদে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দলও যোগ দিয়েছে।





































































































































