কোভিশিল্ড নেওয়ার পর শরীরে আটকে যাচ্ছে ধাতু, প্রৌঢ়ের দাবি ঘিরে চাঞ্চল্য

0
3

শিলিগুড়ির পর এবার সুন্দরবনে এক ব্যক্তির দাবি, কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়ার পর তাঁর শরীরে কয়েন, চামচের মতো ধাতুর বস্তু আটকে যাচ্ছে। যদিও এটি টিকা নেওয়ার ফল কিনা তা তিনি জানেন না। এবং এই দাবি প্রসঙ্গে প্রশাসন বা কোনও বিশেজ্ঞেরও মতামত পাওয়া যায়নি। এর আগে শিলিগুড়িতে এক ব্যক্তি এমন দাবি করেছিলেন।

বসিরহাটে হিঙ্গলগঞ্জের বাসিন্দা বছর চুয়াত্তরের শঙ্কর প্রামাণিক। দীর্ঘদিন দুর্গাপুর স্টিল প্লান্টে কাজ করেছেন। তিনি জানিয়েছেন এপ্রিলের গোড়ার দিকে তিনি কোভিশিল্ড নেন। পরে একটি সংবাদমাধ্যমে দেখেন এক ব্যক্তি কোভিশিল্ড নেওয়ার পর তাঁর শরীরের এমন ধাতুর বস্তু আটকে যাচ্ছে। শঙ্করও নিজের শরীরে এমন ধাতুর বস্তু ছুঁইয়ে দেখেন সেগুলি আটকে যায়।

এই খবর ছড়িয়ে পড়তে শঙ্করকে দেখতে আশপাশের লোকজন চলে আসেন। যদিও শঙ্কর জানিয়েছেন, টিকা নেওয়ার পর তাঁর শরীরে কোনও অসুবিধা দেখা দেয়নি। এবং এই ধাতুর বস্তু চুম্বকের মতো আটকে যাওয়ার পিছনে টিকার কোনও ভূমিকা আছে কিনা তিনি জানেন না। তবে দুর্গাপুরে স্টিল প্লান্টে কাজ করার সময় কখনও তাঁর শরীরের ধাতু আটকে যাওয়ার ঘটনা সামনে আসেনি।