করোনার ( Corona) থাবা কোপা আমেরিকায়( copa America )। সোমবার মধ্যরাতে শুরু হচ্ছে কোপা আমেরিকা। প্রথম ম্যাচে আয়োজক দেশ ব্রাজিলের ( Brazil )মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলা( Venezuela)। কিন্তু তার আগে বিপত্তি। প্রথম ম্যাচে নামার আগে করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার ১১ জন সদস্য। যার জেরে ব্রাজিলের বিরুদ্ধে কার্যত অর্ধেক শক্তি নিয়ে মাঠে নামছে তারা।

জানা গিয়েছে ভেনেজুয়েলার আট ফুটবলার এবং তিন স্টাফসহ একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তাদের কারোর মধ্যে কোন উপসর্গ না থাকায় প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ এবং কনমেবল তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে।
এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা তাদের প্রথম ডিভিশনের ফুটবলার নিয়ে আসছে, এদিন এমনটাই জানাল ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন। ফলে কোপা আমেরিকার প্রথম ম্যাচে সেলেকাওদের বিরুদ্ধে কার্যত অর্ধেক শক্তি নিয়ে মাঠে নামছে তারা।
আরও পড়ুন:দুরন্ত জয় বেলজিয়ামের, এরিকসনকে গোল উৎসর্গ লুকাকুর











































































































































