শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়কের দায়িত্ব পেয়ে কী বললেন ধাওয়ান?

0
4

আসন্ন শ্রীলঙ্কা ( sri lanka ) সফরে ভারতের(india) অধিনায়কের দায়িত্ব সামলাবেন শিখর ধাওয়ান(shikhar dhawan)। আর এই দায়িত্ব পেয়ে উচ্ছসিত শিখর। জুলাই মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তারজন‍্যই বৃহস্পতিবার ২০ সদস্যের দল বেছে নিয়েছে বিসিসিআই। প্রত্যাশা মতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে  ভারতীয় দলের ক্যাপ্টেনসির দায়িত্ব সামলাতে চলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এই প্রথমবার দেশের হয়ে অধিনায়কত্ব করবেন ধাওয়ান। আর সেই অনুভূতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন গব্বর।

এদিন টুইটারে শিখর বলেন,” দেশকে নেতৃত্ব দিতে পারব। এটা ভেবে আপ্লুত। সবাইকে ধন্যবাদ।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে একঝাঁক তরুণ মুখ। তবে সেই দল নিয়ে আশাবাদী গব্বর। ১৩, ১৬ ও ১৮ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাই তিনটি টি-২০ ম্যাচ খেলবে শিখর ধাওয়ানের দল।

আরও পড়ুন:ব্রাজিলেই বসতে চলেছে কোপা আমেরিকার আসর, জানিয়ে দিল সে দেশের শীর্ষ আদালত