সিএএ(CAA) নিয়ে তীব্র আন্দোলনের পর ফের একবার অশান্তির ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এলো দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়(JNU University)। বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে(library) ঢুকে তান্ডব চালানোর জেরে এফআইআর দায়ের হল একদল পড়ুয়ার বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১৫ থেকে ২০ জন পড়ুয়ার একটি দল এদিন লাইব্রেরীর ভেতরে ঢুকে রীতিমতো ভাঙচুর চালায়। নিরাপত্তারক্ষীদের সঙ্গেও অশান্তিতে জড়িয়ে পড়ে পড়ুয়ারা। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা লাইব্রেরীতে জোর করে ঢুকে পড়ে কয়েকজন পড়ুয়া। বারবার তাদের বের হতে বলা হলেও লাইব্রেরী ছাড়তে নারাজ ছিল পড়ুয়ারা। তখনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে অভিযুক্তদের।
আরও পড়ুন:আজই তৃণমূলে ফিরছেন সপুত্র মুকুল?
এরপরই কোভিড বিধি ভঙ্গের অভিযোগ তুলে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জানান, ‘গোটা ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছি আমরা। যদিও এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।














































































































































