অলি রবিনসনের(ollie robinson) টুইটকাণ্ডে পর একের পর এক ক্রিকেটারের পুরনো বর্ণবিদ্বেষমূলক টুইট সামনে আসতে শুরু করেছে। এরপরই নড়েচড়ে বসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড( ECB)। গতকালই টুইটকাণ্ডে নাম জড়িয়েছে ইয়ন মর্গ্যান(Eoin Morgan ), জস বাটলার এবং জেমস অ্যান্ডারসনের। মর্গ্যান, বাটলারের পুরোনো সেই টুইটে দেখা গিয়েছে ভারতীয়দের ইংরেজি বলা নিয়ে কটাক্ষ করা হয়েছে। এরপরই এই নিয়ে তদন্তে নামে ইসিবি। এরপরই সবার প্রশ্ন জাগে এই অবস্থায় কেকেআরের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে? কারণ কেকেআরের অধিনায়ক ইয়ন মর্গ্যান। বৃহস্পতিবার তারই উত্তর দিল নাইট কর্তা ভেঙ্কি মাইসোর।

এদিন এক সংবাদমাধ্যমে ভেঙ্কি মাইসোর বলেন,” কেকেআরে কোনও ধরনের বর্ণবিদ্বেষের কোনও স্থান নেই। টুইটের ব্যাপারে আমরা বিস্তারিত কিছু জানি না। তাই এই মুহূর্তে মন্তব্য করার জায়গায় নেই। পুরো প্রক্রিয়া সম্পন্ন হোক। তারপরেই কোনও সিদ্ধান্তে আসা যাবে।”
ইংরেজ পেসার অলি রবিনসনের আট বছর আগের বর্ণবিদ্বেষী টুইট ভাইরাল হতে তাকে নির্বাসনে পাঠিয়ে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন:সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করায় সিকিমের নামচিতে পোড়ানো হল বাইচুং ভুটিয়ার কুশপুতুল











































































































































