সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর হঠাৎই টর্নেডো তৈরি হল। কিছুক্ষণ পর সেখানে মিলিয়ে যায় সেটি। স্থানীয় কয়েক জন সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। তাতে দেখা গিয়েছে নদীর ওপর স্তম্ভাকারে জল পাক খেয়ে উপরে উঠতে থাকে। ক্রমশ সেটি ক্রমশ তীরের দিকে আসে। তাতে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়েদর মধ্যে। প্রায় আধঘণ্টা ধরে এই দৃশ্য দেখা যায়। স্থানীয়দের দাবি তাঁরা এর আগে এমন ঘটনা দেখেননি।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হঠাৎই নদীর উপর একটা কালো মেঘের কুণ্ডলী দেখা যায়। কার্যত পাক খেতে খেতে নেমে আসে সেটি। তবে ভাগ্যক্রমে সেটি নদীর পাড়ে আসেনি। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আবহাওয়াবিদরা মনে করছেন, আগামিকাল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে, তার জেরেই এমন টর্নেডো তৈরি হয়েছে। এমন ছোট ছোট টর্নেডো তৈরি হওয়া স্বাভাবিক।




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
























































































































