দুই গোষ্ঠীর ঝামেলা মেটাতে গিয়ে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার। সোমবার এই ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত সি রোডে। সুমন ঘোষ নামে লিলুয়া থানার ওই সাব ইনস্পেকটর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
ঘটনার সূত্রপাত, এক ব্যক্তির মৃতদেহ সৎকার করতে গিয়ে শ্মশান ঘাটে। দু’টি দল বচসায় জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিলুয়ার সি রোডের বাসিন্দা সন্তোষ মুখিয়ার মৃতদেহ সোমবার বিকেলে সৎকার করতে যান তাঁর আত্মীয় ও এলাকার লোকজন। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার বাঁধাঘাট শ্মশান ঘাটে তাঁদের সঙ্গে ওই এলাকারই কিছু যুবকের বচসা শুরু হয়। অভিযোগ, সি রোডের কিছু যুবক মত্ত অবস্থায় গালিগালাজ করছিল। এরপরই মারামারিতেজড়িয়ে পড়ে দুই দল।
এই ঘটনায় গোলাবাড়ি এলাকার বাসিন্দা রাহুল সিংহ ও তার এক সঙ্গী গুরুতর জখম হন। এর পরে রাত আটটা নাগাদ একদল যুবক লিলুয়ার সি রোডে হামলা চালায়। বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ।
লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। তখনই সুমন ঘোষ নামে লিলুয়া থানার সাব ইনস্পেকটর গুলিবিদ্ধ হন। তাঁর পায়ে গুলি লাগে।


































































































































