ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত। একদিনে বাংলার ৬ জেলায় মৃত্যু হয়েছে ২৭ জনের। সমবেদনা জানাতে বুধ ও বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ইয়াস ঘূর্ণিঝড় থামতেই পৌঁছে গিয়েছেন ডায়মন্ড হারবারে। তারপর লাগাতার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন দুর্গত অঞ্চলে গিয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ বিলি করেছেন। তাজপুর-শঙ্করপুর-মন্দারমণির বিপদসংকুল ভেঙে যাওয়া সমুদ্রতটে হেঁটে পরিদর্শন করেছেন। এবার বজ্রপাতে একদিনে এত মানুষের মৃত্যুর খবর পেয়ে বুধ ও বৃহস্পতিবার চার জেলায় পরিদর্শন করবেন অভিষেক। দেখা করবেন মৃতদের পরিবারের সঙ্গে। 



































































































































