তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই নিজের টুইটার হ্যান্ডেলের দলের প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরদিনই গিয়েছিলেন 3 বর্ষীয়ান নেতা- পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুব্রত বক্সী (Subrata Bakshi) এবং সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বাড়ি। তাঁর সৌজন্যে আপ্লুত নেতারা। সোমবার, সন্ধেয় বৃষ্টি মাথায় অভিষেক পৌঁছেছিলেন তৃণমূল নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বাড়িতে।
বিকেলের সাংবাদিক বৈঠকেই অভিষেক জানান, এদিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। সেইমতো অঝোর বৃষ্টির মধ্যেই তিনি পৌঁছন সেখানে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন দায়িত্ব নিয়ে কীভাবে সেটা পরিচালনা করবেন সে বিষয়ে আলোচনা করেন অভিষেক। একইসঙ্গে দলে যে ‘এক ব্যক্তি এক পদ’ চালু হয়েছে সেটাও কীভাবে কার্যকর করতে হবে তা নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন:পুনের রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১৮, চলছে উদ্ধারকাজ
দলের মেগা বৈঠকে শনিবার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। আর গুরুদায়িত্ব পেয়েই গুরুজনদের আশীর্বাদ নিচ্ছেন অভিষেক।ছোটবেলা থেকে যে ছেলেটিকে দেখে আসছেন এই বর্ষীয়ান নেতারা, আজ তিনি নিজের কর্মদক্ষতায় উচ্চ আসন লাভ করেছেন। অথচ ভুলে যাননি শিষ্টাচার। দায়িত্ব পেয়েই দেখা করে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন তাঁদের বাড়িতে। আর এখানেই তিনি জয় করে নিয়েছেন সকলের মন। তাঁর বিনম্র ব্যবহারে আপ্লুত বর্ষীয়ান নেতারা ।











































































































































