তৃণমূলের মেগা শীর্ষ বৈঠকে এক ব্যক্তি এক পদ চালুর কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পূর্বনির্ধারিত সূত্রের মতোই শনিবার প্রথমে তৃণমূল কংগ্রেসের (Tmc) ওয়ার্কিং কমিটির বৈঠক (Working Committee) হয়। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই বৈঠক শুরু হয় ভার্চুয়াল মেগা শীর্ষ বৈঠক।

সেই বৈঠকে এক ব্যক্তি এক পদ চালুর কথা ঘোষণা করেন মমতা। জানান, দলে রদবদল শুরু হয়েছে। একমাস ধরে এই প্রক্রিয়া চলবে।
তৃণমূল সুপ্রিমো বলেন,
• মানুষ আগে, দল পরে, ব্যক্তি আরও পরে
• দুয়ারে ত্রাণ সরকার করবে, রাজনৈতিক হস্তক্ষেপ নয়। নালিশ শুনতে যেন না পাই
• মন্ত্রীরা গাড়িতে লাল আলো বন্ধ করুন, নীল আলো লাগান
• জেলায় জেলায় টাকা তোলার অভিযোগ যেন না আসে
• বিজেপি তোলাবাজ, আমাদের বদনাম করে। সাবধান হোন
• ভ্যাকসিনে কেন্দ্র বঞ্চনা করছে, রাজ্য ভালো কাজ করছে
এর পাশাপাশি ইয়াসের সময়ের কথা মাথায় রেখে, ১১ ও ২৬ জুন ভরা কোটালে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড এবং ইয়াস আক্রান্ত মানুষের পাশে দলীয় নেতৃত্বকে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ফেসবুকে ‘আজেবাজে’ পোস্ট না করার নির্দেশ।
আরও পড়ুন:তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত জগদ্দল, দফায় দফায় উত্তেজনা, আহত ৩ পুলিশকর্মী










































































































































