করোনা ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে হলে দুটি টিকা নেওয়ার মাঝের ব্যবধান কমাতে হবে। চাঞ্চল্যকর এই তথ্যটি উঠে এসেছে ল্যানসেট জার্নালের একটি সমীক্ষায়। সমীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাসের আদি প্রজাতির বিরুদ্ধে ফাইজারের তৈরি টিকা যতটা কার্যকর, করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে ওই টিকা অতটা কার্যকরী নয়। এই ডেল্টা প্রজাতিই ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের অন্যতম প্রধান কারণ।
শুধু তাই নয়, সমীক্ষায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গেছে, শুধুমাত্র প্রথম ডোজ যাঁরা নিয়েছেন, তাঁদের শরীরে ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া বেশ কম। এমনকি দুটি ডোজ নেওয়ার ব্যবধান যদি বেশি হয়, সেক্ষেত্রেও অ্যান্টিবডির প্রতিক্রিয়া উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে ল্যানসেটের দাবি। টিকা নেওয়া থাকলে, কোভিডে আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তির হার অনেকটাই কম হচ্ছে বলে রিপোর্টে পেশ করা হয়েছে।
ল্যানসেটের ওই গবেষণায় উঠে এসেছে, ফাইজারের প্রথম টিকা নেওয়া থাকলে আদি প্রজাতির বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া ৭৯ শতাংশ। আলফা প্রজাতির (বি.১.১.১.৭) বিরুদ্ধে তা ৫০ শতানছে। এই অ্যান্টিবডির প্রতিক্রিয়া ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আরও কম,৩২ শতাংশ। বিটা প্রজাতি, যা প্রথম দক্ষিণ আফ্রিকায় মিলেছিল, তাঁর বিরুদ্ধে মাত্র ২৫ শতাংশ।
ল্যানসেটের গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, সাধারণ মানুষের মধ্যে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যেমন দ্রুত টিকাকরণ প্রয়োজন, তেমনই টিকার ১০০ শতাংশ কার্যকারিতা পেতে দুটি ডোজের ব্যবধান কমানোর প্রয়োজন বলেও জার্নালে প্রকাশিত হয়েছে।এই প্রসঙ্গে এক গবেষকের কথায় , “আমাদের গবেষণার ফলাফলে দেখা গিয়েছে, দ্রুত করোনা টিকার দ্বিতীয় ডোজ় দিয়ে দেওয়াই উচিত। এরফলে যাদের দেহে নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাও সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবে।”
ল্যানসেটের এই সমীক্ষা ভারত সরকারের টিকাকরণ নীতি নিয়ে স্বভাবতই প্রশ্ন তুলেছে। ডেল্টা ভাইরাসের প্রকোপ ভারতেই বেশি। সম্প্রতি ভারতে কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়ার ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে। যা নিয়ে বিতর্কের শেষ নেই। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রথম ডোজ প্রয়োগের পর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার সময় দিতেই এই ব্যবধান বাড়ানো হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































