ফের হাসপাতালে ভর্তি হলেন মিলখা সিং( Milkha Singh)। শরীরে অক্সিজেন পরিমাণ কমতে থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন মিলখা সিং। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু দিন আগে করোনায় ( corona) আক্রান্ত হয়েছিল এশিয়ান গেমসে এই সোনাজয়ী।

করোনার কারণে বেশ কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিলখা সিংকে। পরিবারের অনুরোধে গত রবিবার ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বাড়ি ফিরে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হল মিলখা সিংকে। স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তরফে বলা হয়, “মিলখা সিংকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অক্সিজেন কমতে থাকায় এমন সিদ্ধান্ত।”
এদিকে করোনায় আক্রান্ত মিলখা সিং এর স্ত্রী নির্মল কৌরও। হাসপাতালে ভর্তি তিনি। আইসিইউতে রয়েছেন নির্মল কৌরও।
আরও পড়ুন:বিশ্বকাপ যোগ্যতার্জন ম্যাচে কাতারের কাছে ০-১ গোলে হার ভারতের











































































































































