কলকাতা পুরসভার উদ্যোগে এবার ভ্যাকসিনেশন অন হুইলস

0
4

সবাইকে দ্রুত ভ্যাকসিন দিতে এবার ভ্যাকসিনেশন অন হুইলস (Vacination on wheels) চালু করছে কলকাতা পুরসভা। মঙ্গলবার, এ খবর জানান ফিরহাদ হাকিম (Firarad Hakim)। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাঁরা সুপার স্প্রেডার (Super Spreader) তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব টিকাকরণ করতে হবে। সেই তালিকায় ছিলেন- হকার, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, পরিবহন কর্মীরা। কিন্তু কাজের মধ্যে থেকে সময় বের করে ভ্যাকসিন (Vaccine) নিতে যাওয়া অনেক সময় তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এই সমস্যার সমাধানে এগিয়ে এল কলকাতা পুরসভা।

আরও পড়ুন-মিঠুন মামলায় কোর্টে রিপোর্ট দিল পুলিশ, এবার যাবে নোটিশ

বুধবার থেকে কলকাতার বাজার এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসে হবে টিকাকরণ বলে জানান ফিরহাদ হাকিম। বাসের ভিতর এসিতে বসিয়ে টিকা দেওয়া হবে। সেখানেই আধঘণ্টা বসে আবার কাজে ফিরে যাওয়া যাবে। পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজো কমিটির সহায়তায় বুধবার সেখানে এই ভ্যাকসিনেশন অন হুইলস চালু হচ্ছে।

Advt