ইংল্যান্ড(england) সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে তাদের পরিবার। সোমবার গ্রিন সিগন্যাল ব্রিটিশ সরকারের। ২ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (world test championship ) এবং ইংল্যান্ড সিরিজ মিলিয়ে প্রায় সারে তিন মাস জৈব বলয়ে কাটাবে বিরাট কোহলিরা( virat kohli)।

সোমবার ব্রিটিশ সরকারের তরফ থেকে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের যাওয়ার বিষয়ে ছাড়পত্র পেয়েছে, বিসিসিআই এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ফলে ইংল্যান্ড উড়ে যেতে আর কোন অসুবিধা হবে পরিবারের সদস্যদের। এই মুহুর্তে মুম্বইতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছে তারা।
২ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বিরাট বাহিনী। ইংল্যান্ড পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাই পর্ব কাটিয়ে অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:ফরাসি ওপেনের প্রথম রাত্রিকালীন ম্যাচ জিতে ইতিহাস রচনা করলেন সেরেনা










































































































































