১৯৫৪ সালের আইএএস ক্যাডার আইনের ৬/১ ধারা আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপর প্রযোজ্য হয় না। কেন? প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার ঠোঁট কাটা হিসাবেই পরিচিত। তাঁর স্পষ্ট কথা, রাজ্যের কোনও ক্যাডারকে যদি কেন্দ্র নিতে চায় তাহলে, ১. রাজ্যের অনুমতি নিতে হবে, ২. রাজ্যের ছাড়পত্র দরকার, ৩. সিদ্ধান্ত হবে আলোচনার ভিত্তিতে, ৪. খোদ আইএএস ক্যাডাররের সম্মতিও দরকাত। এটা ১৯৫৪ সালের নিয়ম। পরে এই ধারায় একটি উপধারা যোগ করা হয়েছে। তা’হল, কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত হলে কেন্দ্রের নির্দেশই মানতে হবে।
আরও পড়ুন-ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আগামিকাল থেকেই প্রত্যেক শিল্পী, কলাকুশলীর টিকাকরণ শুরু বলিউডে
এখানেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন আমলা জহর সরকার, কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতটা হলো কোথায়? কেন্দ্র দিল্লিতে যোগ দিতে বলেছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে অনুরোধ করে বলেছেন, ওকে এখানে থাকতে দিন। এরমধ্যে সঙ্ঘাতটা এলো কোথায়? সঙ্ঘাত হলে তো কেন্দ্র বা রাজ্য সরকারকে বলতে হবে, সঙ্ঘাত হয়েছে। রাজনীতির ময়দানে যে যাই বলুন না কেন সরকারি খাতায় সে নিয়ে কোনও সঙ্ঘাতের বাতাবরণ নেই। ফলে এই আইন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কী করে? একই প্রশ্ন অন্য আমলাদের।










































































































































