ঝড়-জল-বৃষ্টি-ঘামে পকেটে থাকা নোট ভিজে যায়। নষ্ট হয়ে যায়। আর চিন্তা নেই। মুশকিল আসান করছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এবার নতুন ওয়াটারপ্রুফ (Water Proof) ১০০ টাকার (100 Ruppes) নোট বাজারে নিয়ে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন এই নোটটি সম্পর্কে বলা হয়েছে, এটি পুরনো ১০০ টাকার নোটের মতো হলেও ভার্নিশের প্রলেপ লাগানোয় এটি আরও চকচকে হবে। পাশাপাশি এই নোটটি হবে আরও মজবুত ও টেকসই। যা ছিঁড়বে না, জলে ভিজে নষ্টও হয়ে যাবে না।

তবে এই নোটের বেগুনি রং বা গান্ধীজির ছবিতে কোনও পরিবর্তন হচ্ছে না। ট্রায়াল হিসেবে ১ কোটি টাকা মূল্যের ১০০ টাকার এই নতুন নোট প্রথমে বাজারে আনা হবে বলেই জানিয়েছে আরবিআই। এরপর ধীরে ধীরে বাজার থেকে পুরনো ১০০টাকার নোটগুলিকে তুলে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রচেষ্টা সফল হলে আগামিদিনে সব অঙ্কের নোটকে ওয়াটারপ্রুফ করার দিকে এগোতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।











































































































































