করোনাকে হারিয়ে তেত্রিশদিন পর বাড়ি ফিরলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

0
5

করোনাকে (corona) জয় করে বাড়ি ফিরলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ (buddhadev guha)। কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা তেত্রিশদিন কাটিয়ে সুস্থ হয়ে বালিগঞ্জের বাড়িতে ফিরেছেন ৮৪ বছরের সাহিত্যিক।

করোনা আক্রান্ত হওয়ার পর বুদ্ধদেব গুহ বলেছিলেন, এখনই ফুরব না। ৮৪ বছর বয়সে সেই কথা রেখে, সকলকে স্বস্তি দিয়ে বাড়ি ফিরলেন সাহিত্যিক। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়েও মনের জোর হারাননি লেখক। বেডে শুয়ে গান পর্যন্ত গেয়েছেন তিনি। বুদ্ধদেব গুহর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, তেত্রিশ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন প্রিয় লেখক। কোভিড ও নিউমোনিয়াকে হারিয়ে, দু-দুখানা মৃত্যু গুজবকে সরিয়ে, বুদ্ধপূর্ণিমায় বাড়ি ফিরলেন তিনি। এখনও দুর্বল। তাই এখুনি টেলিফোন না করাই ভালো। করোনাজয়ী বুদ্ধদেব গুহ বাড়ি ফেরায় স্বস্তিতে বাংলার পাঠকমহল।

আরও পড়ুন- সবংয়ে করোনা আক্রান্তদের পাশাপাশি ইয়াস ক্ষতিগ্রস্তদের পাশে মন্ত্রী মানস ভুঁইয়া


Advt