আমফান থেকে শিক্ষা নিয়ে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। দুয়ারে সরকারের মতো এবার দুয়ারে ত্রাণ। আর ত্রাণ যাতে আক্রান্তদের হাতে পৌঁছায়, সেই কারণে এবার কড়া ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ইয়াসের ত্রাণে রাজ্য সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দ করছে। মুখ্যমন্ত্রী জানান, ৩-১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণের আবেদনপত্র নেওয়া হবে। এলাকায় এলাকায় বসবে ত্রাণ। ব্লক ও পঞ্চায়েত স্তরে মূলত এই প্রকল্প চলবে। আবেদনপত্র জমা নেওয়া হবে ১৯-৩০ জুন পর্যন্ত। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, এই ভেরিফিকেশন যেন যথার্থভাবে হয়। কোনওরকমের বেনিয়ম বরদাস্ত করা হবে না। এই পরীক্ষাস্তর পেরনোর পর ১-৭জুলাই ব্যাঙ্কের মাধ্যমে অর্থ বন্টন করা হবে।





a






























































































































