নারদ-মামলায় বিচারপতিদের প্রশ্নের মুখে CBI-এর কৌঁসুলি

0
2

নারদ-শুনানিতে বিচারপতিদের প্রশ্নের মুখে CBI-এর কৌঁসুলি তুষার মেহেতা৷ বিচারপতি হরিশ ট্যাণ্ডন: ‘‘আমি মনে করি না, সাধারণ মানুষের আবেগ আইনের শাসনকে প্রভাবিত বা অবজ্ঞা করে, ন্যায়বিচার এড়াতে পারে।’’ বিচারপতি আইপি মুখোপাধ্যায়: “নিম্ন আদালতে মামলার উপর প্রভাব খাটানো হয়েছে বলে কোনও রেকর্ড নেই। তবে আদালতের নিয়ম অনুসারে আমরা অন্য বিষয়গুলি খতিয়ে দেখব’’৷ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়:  জামিন স্থগিতাদেশের বিরুদ্ধে অভিযুক্তদের পক্ষ থেকে ৪টি আবেদন করা হয়েছিল। অন্য দিকে আপনারা চাইছেন মামলাটি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে। আবার জনমানসে বিচার ব্যবস্থার প্রভাবের কথাও মিঃ মেহেতা বলছেন। তবে কি জামিন মঞ্জুর করলে, সেটাই বেশি প্রাসঙ্গিক হবে?”