ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। বিদ্যুৎ পরিষেবার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে আজ, বুধবার বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের সঙ্গে প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা জলমগ্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব দিক খতিয়ে দেখে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে বিদ্যুৎ দফতর।
একইসঙ্গে তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে হাসপাতালেগুলিতে কোনওভাবেই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়নি। স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল বিদ্যুৎ দফতর। বিদ্যুতমন্ত্রী আরও জানিয়েছেন, বিভিন্ন জেলায় কর্মরত বিদ্যুৎকর্মীরা বৃষ্টির জল একটু নামলে ক্ষয়ক্ষতির হিসেব বিস্তারিতভাবে দফতরে জমা করার জন্য কাজ শুরু করবেন। বিদ্যুৎকর্মীরা যাতে সতর্কভাবে কাজ করেন এবং প্রাণের ঝুঁকি না নেন, সেদিকেও সতর্ক থাকার নির্দেশ দেন অরূপ বিশ্বাস।














































































































































