আমফান থেকে রাজ্যে অনেকটা শিক্ষা নিয়েছে। ইয়াস (Yaas) মোকাবিলায় সেই অভিজ্ঞতাই কাজে লাগানো হচ্ছে। মঙ্গলবার, নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ঘূর্ণিঝড় ইয়াসের নজরদারিতে নবান্নে (Nabanna) খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room)। মঙ্গলবার রাতে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে মমতা জানান, ৯ লক্ষ লোককে উদ্ধার করা হয়েছে।
রাজ্যে এই সরকারের আমলে ৪ হাজার ফ্লাড সেন্টার করা হয়েছে। সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন।
৭৪ হাজার অফিসার ও কর্মীকে কাজে লাগানো হয়েছে।
৩ লক্ষ পুলিস, সিভিক পুলিস, হোমগার্ড, সেনা, এনডিআরএফ রয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। অনেক জায়গায় গঙ্গায় জল বাড়ছে। সেটাই সরকারের কাছে চিন্তার কারণ বলে জানান মমতা। ফিরহাদ হাকিম বাড়িতে থেকেই গোটা পরিস্থিতির মনিটরিং করছেন।
আরও পড়ুন:সুপ্রিম কোর্টের প্রশ্নবাণে খেই হারায় CBI, মামলা ফিরিয়ে নেন সলিসিটর জেনারেল
কলকাতা শহর দেখার জন্য ১০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর কলকাতার দিকে তাপস রায়, অতীন ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়। মধ্য কলকাতার দায়িত্বে জীবন সাহা, স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার জন্য দেবাশিস কুমার, অরুপ বিশ্বাস, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রতন মালাকার। খিদিরপুর-বেহালা তারক সিং, অঞ্জন দত্ত দেখবেন।
উপকূলবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদ ভাবে রাখাটাই রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। প্রয়োজন হবে সেখানে সেনা নামানো হবে।













































































































































