নারদ-শুনানিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন অন্যতম বিচারপতি সৌমেন সেন৷ তাঁর প্রশ্ন, “সেদিন গ্রেপ্তারের পর নিম্ন আদালতে জামিন দিল৷ এরপর এমন কোন বিষয় তৈরি হলো যাতে হাইকোর্টেকে স্থগিতাদেশ দিতে হলো ?
এর উত্তরে প্রধান বিচারপতি বলেছেন, “সেদিন যে স্থগিতাদেশের মামলার শুনানি গ্রহণ করা হয়েছিল সেই সময় নিম্ন আদালতের রায় আমাদের কাছে পেশ করা হয়নি।
আমরা শুধুমাত্র ৪০৭ ধারার ওপর আবেদনের শুনানি গ্রহণ করে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিলাম মাত্র”।