আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। আবহাওয়াবিদ-এর পূর্বাভাস, এবার উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়িয়ে বুধবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সাগর ও পারাদ্বীপের মধ্যে যশ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
যশের গতিপথ সম্পর্কে আগেই সুনিশ্চিত করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সোমবার থেকেই উপকূলীয় অঞ্চলগুলি, যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে। এদিকে আজ সকাল থেকেই কলকাতাতে মেঘলা আকাশ রয়েছে।

যশ-এর গতিবিধি নিয়ে কী বলছেন আবহাওয়াবিদরা
• পূর্ণিমায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ।
• ভরা কোটালে দুশ্চিন্তাও রয়েছে উপকূলে।তাই মৎস্যজীবীদের সরানো হয়েছে।
• বুধবার বিকাল ৩.১৫ মিনিটে ভাটা রয়েছে।
• যশ যদি বিকালে আছড়ে পড়ে, তবে দুশ্চিন্তা কিছুটা হলেও কম।
• সকাল ৯.১৫ মিনিট ও রাত ৯.৩০ মিনিটে ভরা কোটাল রয়েছে।সেক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে যশ।
যশের মোকাবিলায় কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে সবরকম সতর্কতা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। উপস্থিত ছিল কলকাতা পুলিশও।





























































































































