২৩ মে অর্থাৎ রবিবার মধ্যরাত থেকে দেশে লকডাউনের বিধিনিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে লকডাউনের বিধিনিষেধ। তবে সোমবার অর্থাৎ ২৪ মে থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। আরও সাতদিন লকডাউন বাড়লেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় থাকছে। চলবে দূরপাল্লার বাস। লঞ্চ চালানোর ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও কোভিড স্বাস্থবিধি মেনে হোটেল ও রেস্তরাঁও খোলা যেতে পারে। তবে সরকারি অফিস ও আদালতের আগের নিয়ম জারি থাকছে।
নতুন নিয়মে যেসব শর্ত দেওয়া হয়েছেঃ-
১. দোকানপাট/শপিং মলসমূহ পূর্বের ন্যায় খোলা থাকলেও সকল দোকানপাট-শপিং মলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে।
২. মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক ও রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।
৪. কোভিড-১৯ প্রতিরোধে সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা এলাকাসমূহে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিতে হবে।
আরও পড়ুন- রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?





























































































































