করোনা ভ্যাকসিন পাবেন তৃতীয় লিঙ্গের মানুষরা, কলকাতার কোন জায়গাগুলিতে দেওয়া হবে?

0
2

এবার তৃতীয় লিঙ্গের মানুষরাও পাবেন করোনা ভ্যাকসিন। এমনটাই ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টিকাকরণ। শুক্রবার ব্যাঙ্ককর্মীদেরও করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের সিদ্ধান্তের নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ব্যাঙ্ককর্মীদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। কারণ, তাঁরা সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করেন।

কলকাতা পুরনিগমের ৯৬ টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ডের প্রথম টিকা দেওয়া হবে তৃতীয় লিঙ্গের মানুষদের। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টিকাকরণ। এক্ষেত্রে তৃতীয় লিঙ্গের কোনও প্রমাণপত্র লাগবে না। আগামী সপ্তাহের বুধবারের মধ্যে নিজের নাম, বয়স, পরিচয় পত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। বৃহস্পতি-শুক্র- শনিবার সমস্ত ধরনের পরিবহন কর্মী, হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, মাছ বিক্রেতাদের ছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষদের করোনার প্রথম ডোজ দেওয়া হবে।

আরও পড়ুন-কল্যাণের কাছে কলকাতার রসগোল্লা খাওয়ার আবদার সিবিআই আইনজীবীর! কী বললেন তৃণমূল সাংসদ?

কলকাতা পুরসভা ও জেলার পুরভবনগুলিতে ব্যাঙ্ককর্মীদের টিকাকরণ করা হবে। সোমবার টিকা পাবেন ৪৫ ঊর্ধ্বরা বৃহস্পতি-শুক্র ও শনিবার টিকা পাবেন হকার, রিকশাচালক, টোটোচালক, নিউজপেপার বিক্রেতা, সবজি বিক্রেতারা। মঙ্গল বুধ ও রবিবার কোনও টিকাকরণ হবে না বলে এখনও ঠিক হয়েছে। এই প্রতিটি পেশাকে সুপার স্প্লেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে। হকার, রিকশাচালক, টোটোচালক, সংবাদপত্র বিক্রেতাদের টিকা নিতে হলে আধার কার্ডের ফটোকপিতে স্থানীয় থানার স্ট্যাম্প লাগবে। সবজি বিক্রেতাদেরও একই পদ্ধতিতে স্বীকৃতি দেবে বাজার কমিটি। পরিবহণকর্মীদের আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। সমাজে যে সব পেশার মানুষরা নিয়মিত সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি আসেন, সংস্পর্শে থাকেন যেমন হকার, সবজি ও মাছ বিক্রেতা, সংবাদপত্র বিক্রেতা, মুদি দোকানদার- তাঁদের প্রত্যেককেই অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। এছাড়াও ভোট প্রক্রিয়ার সময় টিকা না নিতে পারা শিক্ষক-সহ বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।

ইতিমধ্যে কোভিশিল্ড ভ্যাকসিনের নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে টিকার প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সেই অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্র গুলিতে সোমবার করে দেওয়া হবে দ্বিতীয় টিকা। ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের পাশাপাশি ১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

Advt