করোনা পরিস্থিতিতে(corona situation) গোটা দেশের পাশাপাশি রাজ্যের অবস্থাও গুরুতর। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে নিজ জেলার মানুষের সাহায্যার্থে উঠে পড়ে লাগলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী(adhir Ranjan Chowdhury)। মুর্শিদাবাদবাসীর সহায়তার জন্য একাধিক আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন তিনি। যে চিঠিতে তিনি অনুরোধ করেছেন দেশের অন্যান্য রাজ্যগুলির মত মুর্শিদাবাদ(Murshidabad) জেলাতেও যেন সরাসরি পিএম কেয়ারসের অর্থে ডিআরডিও-র ৫০০ শয্যার হাসপাতাল ও রোগীদের সহায়তার জন্য অক্সিজেন প্লান্ট বসানোর।

শুক্রবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক চিঠিতে বীরভূমের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী লেখেন, “রাজ্যের অন্যতম গরিব জেলা মুর্শিদাবাদ। এখানকার মানুষের বার্ষিক গড় আয় দরিদ্র সীমার অত্যন্ত নিচে। ভয়াবহ এই করোনা পরিস্থিতি তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। গুরুতর এই অবস্থায় আমি আবেদন করছি অন্যান্য রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও গুরুতর অসুস্থ করোনা রোগীদের জন্য ডিআরডিও ৫০০ শয্যার করোনা হাসপাতাল গঠন করা হোক।” পাশাপাশি তিনি আরও লেখেন, “প্রধানমন্ত্রীর কাছে আমার দ্বিতীয় অনুরোধ, মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্ত রোগীদের সহায়তার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্লান্ট গঠন করা হোক। একইসঙ্গে তিনি অনুরোধ জানান, করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদবাসীর সাহায্যার্থে উপরোক্ত খাতে পিএম কেয়ারস ফান্ডের অর্থ সরাসরি পাঠানো জন্য।”
আরও পড়ুন:ভোটের আগে ছিল ঘরের ছেলে, এখন তাঁরাই পর! করোনা অতিমারিতে দেখা নেই বিজেপি বিধায়কদের
উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার মুর্শিদাবাদবাসীর সমস্যায় ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। গতবছর লকডাউনের সময় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সহায়তার আর্জি জানিয়ে ছিলেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। গুরুতর এই পরিস্থিতিতে ফের একবার সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর।














































































































































