ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। পাঞ্জাবের মোগা জেলায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্মৃঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানচালকের। তাঁর নাম অভিনব চৌধুরি। তিনি বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ছিলেন বলে জানা গেছে।শুক্রবার ভোরে তাঁকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ১টা নাগাদ মোগা জেলার বাঘাপুরানার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামে ভেঙে পড়ে এই বিমান। বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন, বায়ুসেনার রুটিন উড়ানের সময়েই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার।
যুদ্ধবিমানটির পাইলটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘বায়ুসেনার বাইসন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হয়েছে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরির। বায়ুসেনা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’
জানা গেছে, এদিন বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে মিগ বিমানটি ভেঙে পড়ে। তবে এমনটা প্রথমবার নয়। মিগ-২১ মাঝেমাঝেই দুর্ঘটনার কবলে পড়ে। চলতি বছরের গোড়ার দিকেও রাজস্থানে বায়ুসেনার এই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। যদিও সে সময় পাইলট অল্পের জন্য রক্ষা পান।