রাজ্যে দাপিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। লকডাউন করেও কোনওমতেই ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল সংক্রমণ। পাশাপাশি বাড়ল মৃত্যুও। যা গত দেড় বছরের মধ্যে সর্বাধিক। একদিনে এত মৃত্যু আগে কখনই হয়নি।
বৃহস্পতিবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬। গত একদিনে সেরে উঠেছেন ১৮ হাজার ৯১০ জন। ফলে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫১০ জন। বর্তমানে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড মৃত্যু হয়েছে। এদিন করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৬২ জনের। যা রেকর্ড। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, ৮৯৫।
তবে স্বস্তি দিচ্ছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩,৪৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিন ৪ হাজারের আশেপাশে ছিল। শহরেই মৃত্যু হয়েছে ৩৬ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪,১১৮ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের।
আরও পড়ুন- মমতার জয়যাত্রার এক দশক, যাত্রা শুরু আর এক লড়াইয়ের





























































































































