করোনা রুখতে নতুন অ্যান্টিভাইরাল থেরাপি ৯৯.৯ শতাংশ কার্যকরী, দাবি বিজ্ঞানীদের

0
2

মারণ ভাইরাস করোনাকে রুখতে অস্ট্রেলিয়া,মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের বিজ্ঞানীরা মিলে  তৈরি করলেন নয়া অ্যান্টিভাইরাল থেরাপি। যা ৯৯.৯ শতাংশ কার্যকারিতা নিয়ে হাজির হচ্ছে।
এই থেরাপি হল তামিফ্লু, রেমডেসিভির, জানামাভিরের মেলবন্ধন। বিজ্ঞানীদের দাবি, এর মাধ্যমে উপসর্গ যেমন কমবে, তেমনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবে মানুষ ।
এর হাতধরে ফুসফুসে সংক্রমণের তীব্রতা কমবে। নিস্তেজ করবে ভাইরাল জিনগুলিকে। সার্স সিওভি২ আক্রান্ত ইঁদুরের দেহে এর প্রয়োগ হয়েছে। দেখা গিয়েছে, সেই ইঁদুর বেঁচে গিয়েছে।
বিজ্ঞানীরা দাবি করেছেন,যাবতীয় বিটা করোনা ভাইরাসের মধ্যে এই চিকিৎসা থেরাপি কার্যকরী হবে। সার্স ভাইরাস হোক বা সার্ভ সিওভিই হোক। এই থেরাপি কার্যকরী হবে। করোনার নতুন কোনও ভ্যারিয়েন্ট তৈরি হলেও তাতে এই থেরাপি কার্যকরী হবে।

বিজ্ঞানীরা বলছেন, ন্যানো পার্টিক্যালগুলি ৪ ডিগ্রি সেলসিয়াসে সুস্থির থাকে ১২ মাসের জন্য। ‘লো সোর্সস সেটিং এ’ এই এজেন্ট ব্যবহার করলে তা কোভিড রোগীকে সারিয়ে তুলতে সাহায্য করবে।

Advt