ওড়িশায় বাড়ল লকডাউনের সময়সীমা। করোনাভাইরাসের জেরে বিধ্বস্ত পট্টনায়কের রাজ্য। সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। ওড়িশা সরকার জানিয়েছে, আগামী ১ জুন বিকেল ৫ টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। লকডাউন শুরু হয়েছিল গত ৫ মে। ১৪ দিনের লকডাউন জারি ছিল।
প্রথম পর্যায়ের লকডাউন আগামীকালই শেষ হচ্ছিল প্রথম পর্যায়ের লকডাউন। তার আগেই ফের লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল পট্টনায়ক সরকার। এদিন নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, চালু থাকবে জরুরি পরিষেবা। মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত। পাশাপশি জারি থাকবে সাপ্তাহিকভাবে দোকান-বাজার বন্ধের নিয়ম। বিয়ে এবং নানান সামাজিক অনুষ্ঠানে মোট ৫০ জন উপস্থিত থাকতে পারবে।
আরও পড়ুন-একদিনে করোনা প্রাণ কেড়েছে ৫০ জন ডাক্তারের
মঙ্গলবার মুখ্যসচিব সুরেশ মহাপাত্র জানিয়ে দেন, যাঁরা এই নির্দেশিকা মানবে না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। উল্লেখ্য, ওড়িশায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩২১জন। এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬লক্ষ ৩৩ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ২২ জনের। মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩৫৭।













































































































































