‘মুখ্যমন্ত্রী নিজেই তো আইন ভাঙছেন’, সুর চড়িয়ে মমতার বিরুদ্ধে FIR দিলীপের

0
2

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুধু সুর চড়ানোই নয়, মুখ্যমন্ত্রী আইন ভাঙছেন এই অভিযোগ এনে সোমবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় FIR করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীর স্বভাব যেখানে সেখানে গিয়ে বসে পড়ার, অরাজকতা সৃষ্টি করার। উনি গায়ের জোরে সবকিছু করার চেষ্টা করেন। এটা পরিষ্কার দেখা যাচ্ছে, রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। এর পর সর্বত্র আমাদের পার্টি অফিসে হামলা চালাবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার দায়িত্ব আইন- শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু উনিই আইন ভাঙছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে!’

 

আরও পড়ুন-রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন তাই গ্রেফতার করা হয়েছে, বিবৃতি দিয়ে জানালো সিবিআই

এদিনই পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজেই FIR দায়ের করে দিলীপ ঘোষ বলেছেন, নির্বাচনের প্রচারের সময় থেকেই রাজ্যজুড়ে প্ররোচনা সৃষ্টি করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির নেতাদের বহিরাগত বলা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা, ‘খেলা হবে’ বলে প্রচ্ছন্ন হুমকি দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন ৷

Advt