এই গ্রেফতার বেআইনি, স্পষ্ট জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

0
2

এই গ্রেফতার বেআইনি। সাফ জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার বলেন, হাইকোর্ট বারবার জানতে চেয়েছে স্পিকারের অনুমতি নেওয়া হয়েছে কিনা? কোর্ট তা নিতেও বলে। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে রাজ্যপালের অনুমতি নেওয়া হয়। অথচ স্পিকারের অফিস খোলা ছিল। এই পরিপ্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি বেআইনি পদ্ধতিতে বেআইনি গ্রেফতার।

আরও পড়ুন-আমাকেও গ্রেফতার করুন, সিবিআই কর্তাদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

চার্জশিট দেওয়ার আগে গ্রেফতারও প্রশ্ন তুলে দিয়েছে। চার্জশিট কোর্টে না দিয়ে কেন অফিসে দেওয়া হচ্ছে? কোর্ট সেখানে কোনও কগনিজেন্স পেলে তখন ডেকে পাঠাতে পারে। কোর্টে তার বিচার হবে।

Advt