স্প্যানিশ মিডিয়ায় শিরোনামে জিনেদিন জিদান (Zinedine Zidane)। লা লিগা (La Liga) শেষ হলেই নাকি রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছাড়তে চলেছেন তিনি। স্প্যানিশ মিডিয়ায় এমনই খবর জিদানকে নিয়ে।

স্প্যানিশ মিডিয়ায় দাবি, সেভিয়া ম্যাচের পরই নাকি ড্রেসিংরুমে ফিরে ফুটবলারদের জিদান বলেছিলেন, তিনি আর থাকছেন না। আবার কোন কোন সংবাদমাধ্যম বলছে, ম্যাচের আগের দিন অনুশীলনে নাকি টিমের সিনিয়র প্লেয়ারদের ডেকে ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন জিদান।
রবিবার অ্যাথলেতিকো বিলবায়োর বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে শনিবার সাংবাদিক সম্মেলনে জিদানের কিছু মন্তব্য ক্লাব ছাড়ার ইঙ্গিত দেয়। জিদান বলেন, “জানি কাল কী হবে! তবে এখনও আমি আছি টিমের সঙ্গে। আর আমার টিম রবিবার একটা ম্যাচ খেলতে নামছে। পরের সপ্তাহেও একটা ম্যাচ আছে। তার পর কী হবে, কেউ বলতে পারে না। টিমটার নাম তো রিয়াল মাদ্রিদ।”
জিদানের এমন মন্তব্যের পরই রিয়াল ছাড়ার ইঙ্গিত আরও স্পষ্ট বলেই ধরছে ফুটবল মহল।
আরও পড়ুন:করোনার কারণে প্রাক বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল উত্তর কোরিয়া











































































































































