হাসপাতালে করোনা আক্রান্ত (corona patient) বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো ছেলে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গার মিলনপল্লী এলাকার।মৃতের নাম আকাশ কর। বছর একুশের আকাশের দেহ রবিবার দুপুরে তার বাড়ির সামনের একটি কুয়ো থেকে উদ্ধার করে পুলিশ । প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় আর সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আকাশের বাবা নিমাই কর করোনা আক্রান্ত হয়ে দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিল প্রায় লাখ তিনেক টাকার মতো হয়। কোনোক্রমে দেড় লাখ টাকা জোগাড় করতে পেরেছিলো আকাশ, বাকি টাকা জোগাড় করতে না পারায় অভিমানে বাড়ির সামনে থাকা একটি কুয়োতে ঝাঁপ দেয় আকাশ। অনেক খোঁজাখুজির পরও রবিবার সকাল থেকে আকাশকে খুঁজে না পেয়ে, সন্দেহ হয় পড়শীদের। এরপর সামনের ঐ কুয়োতে আকাশকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় পুলিশকে, পুলিশ এসে এই যুবককে উদ্ধার করে দুর্গাপুর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আকাশ একমাত্র সন্তান ছিল পরিবারের, আর ছোটোখাটো অটো পার্সের দোকান করে কোনোক্রমে চলতো পরিবারের উপার্জন। এই ঘটনায় এখন শোকের ছায়া এলাকায়।




































































































































