অস্ট্রেলিয়া বল বিকৃত-কাণ্ডে নয়া মোড়, হতে পারে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

0
4

ফের তদন্ত হতে পারে তিন বছর আগে অস্ট্রেলিয়া( Australia)বল বিকৃত কান্ডের। এমনটাই ইঙ্গিত দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন বছর আগে দক্ষিণ আফ্রিকার (  South Africa )বিরুদ্ধে ম্যাচে বল বিকৃত কারণে শাস্তি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ( steve smith), ডেভিড ওয়ার্নার( david warner) ব‍্যানক্রাফ্টরা(Cameron Bancroft)। এবার সেই কান্ডে নতুন মোর। তিন বছর আগের এই বল বিকৃত কান্ডে ফের তদন্ত শুরু হতে পারে। এদিন এমনটাই জানাল হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে।

ইংল‍্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছেন ব‍্যানক্রাফ্ট। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন,” আমি যে কাজটা করেছিলাম, তাতে বোলাররা সুবিধা পেয়েছিল। সবাই যে জানত কী ঘটছে তা বলাই যায়।” আর এতেই নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সময় তদন্ত করে অজি অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার এবং ব্যানক্রাফ্টকে শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ব‍্যানক্রাফ্টের নতুন করে উঠে আসা বক্তব্য ভাবাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ সামলাচ্ছিলেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং নেথান লায়নরা।  ব‍্যানক্রাফ্টের এই বক্তব্যের পর তিনি যে তাঁদের দিকেই যে আঙুল তুলেছেন, তা বলাই বাহুল্য।

ব্যানক্রাফ্টের সাক্ষাৎকারের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, “বল বিকৃতি কাণ্ড নিয়ে যদি কেউ নতুন কোনও তথ্য দেয় তবে আমরা ফের তদন্তের পক্ষে। আগে যে তদন্ত হয়ে ছিল তা সঠিক ভাবেই হয়েছিল। তার পর থেকে কেউ এমন কোনও তথ্য দেয়নি যার জন্য নতুন করে তদন্ত শুরু করার প্রয়োজন। ”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে কাকে এগিয়ে রাখলেন হনুমা?

Advt