নয়া নিষেধাজ্ঞায় কলকাতার ৩০ এলাকায় নাকা চেকিং, নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা

0
2

রাজ্যে করোনা রুখতে শনিবার একাধিক বিধি-নিষেধ জারি করেছে নবান্ন। আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন চলবে। রাজ্যের জারি করা নয়া নির্দেশিকা সফল করতে তৈরি প্রশাসনও। রবিবার সকাল থেকে কলকাতার মোট ৩০টি জায়গায় থাকবে নাকা চেকিং। শহরের প্রতিটি বাজারের ওপরেও কড়া দৃষ্টি রাখবে প্রশাসন। চলবে টহলদারিও। কোনও জরুরী কারণ ছাড়া বের হলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকাভিত্তিক জমায়েতের দিকেও নজর রাখবে প্রশাসন।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, লকডাউন সফল করার জন্য গত বছরের থেকে শিক্ষা নিয়ে স্ট্র্যাটেজি নিয়েছে। শহরের ৩০ টি জায়গায় থাকছে নাকা চেকিং। বাইরে বের হওয়া প্রায় সব গাড়িকেই চেক করবে পুলিশ। নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মীদের ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, অকারণে গাড়ি নিয়ে বের হলেই যেন সেই ব্যক্তিকে ধরা হয়। কোনও কারণ ছাড়াই কেউ হেঁটে ঘোরাঘুরি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেলার দিকে বা দুপুরে কেউ মিষ্টি কেনার নাম করে বের হলেও তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি ব্যঙ্কে যাওয়ার নাম করে বাইরে বেরোলেও তাঁকে প্রয়োজনীয় নথি দেখাতে হবে পুলিশকে। একইসঙ্গে প্রত্যেকে যাতে মাস্ক পড়ে থাকেন ও বাজার চলাকালীন পারস্পরিক দূরত্ব মেনে চলেন, সে ব্যাপারেও মাইকিং করা হচ্ছে।

আরও পড়ুন- ফের শুরু কলকাতা পুলিশের ই-পাস, কীভাবে আবেদন করবেন দেখে নিন

Advt