টিকাকরণে অগ্রাধিকার পাবেন কারা, তালিকা প্রকাশ রাজ্যের

0
2

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও জটিল আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। সংক্রমণ রুখতে শনিবার রাজ্যে ‘প্রায় লকডাউন’-এর ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের টিকাকরণ নিয়েও বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অগ্রাধিকার ভিত্তিতে কাদের টিকা দেওয়া হবে, তা ঠিক করে দিল রাজ্য সরকার। যাঁদের জনজীবনে বেশি থাকতে হয়, কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের আগে টিকা দেওয়া হবে।

রাজ্যে লকডাউন ঘোষণা করা হলেও সরকারি নির্দেশ মেনে সাধারণ মানুষ যেভাবে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা পাচ্ছেন, তা চালু থাকবে। একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন টিকা প্রাপকদের তালিকায়:-

১। সরকারি ও আধা সরকারি কর্মী। যাঁদের ভোট প্রক্রিয়ার সময় টিকা নেওয়া হয়নি। এর মধ্যে শিক্ষকরাও রয়েছেন।

২। জরুরি পণ্যে ডিলার, কর্মী। রেশন, কেরোসিন ও এলপিজি  ডিলার। পেট্রোল পাম্পের কর্মী।

৩। ট্যাক্সি, অটো, টোটো ও রিকশা চালক।

৪। সাংবাদিক

৫। আইনজীবী, মুহুরি, ক্লার্ক ও আদালতের কর্মী।

৬। যৌন কর্মী ও রূপান্তরকামী।

৭। হকার। পাবেন সংবাদপত্র বিক্রেতারা।

৮। শাক-সবজি, মুদিখানা, মাছ ও বাজারে অন্যান্য পণ্যের বিক্রেতারা।

৯। কোভিড স্বেচ্ছাসেবী।

১০। সামাজিক ও সংশোধন হোমের বাসিন্দারা।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৯ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় সেরে উঠেছেন ১৯ হাজার ২১১ জন। সক্রিয় রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮। মৃত্যু হয়েছে ১৪৪ জনের, যা সর্বোচ্চ।

আরও পড়ুন- নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, নয়া রেকর্ড মৃতের সংখ্যায়

Advt