শীতলখুচি ও দিনহাটার পরে এবার রাজ্য লাগোয়া অসমে ত্রাণশিবির পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, শুক্রবার বেলা ১০টা নাগাদ কোচবিহারের সড়ক পথে লাগোয়া রাজ্য অসমের আগমনীর রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন।গেরুয়া শিবিরের দাবি, ভোটের পরে কোচবিহারের একাধিক গ্রামে তৃণমূলের লাগাতার হামলায় তাঁদের ওই সমর্থকেরা প্রাণ বাঁচাতে অসমে আশ্রয় নিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করে এপ্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলার তরফে দাবি করা হয়েছে, এমন কোনও ঘটনার কথা তাঁদের জানা নেই। বরং করোনা পরিস্থিতি মোকাবিলা করার দিকটিই তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন।
গতকালই নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহারের মাথাভাঙা এবং শীতলখুচি পরিদর্শন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখান থেকে দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান তিনি। রাজ্যপালের দাবি, ভোটের পর থেকে কোচবিহারে যে অশান্তি হচ্ছে তাতেই বিজেপি দলের সমর্থকরা আক্রান্ত হয়েছেন এবং সুবিচার পাচ্ছেন না।
অন্যদিকে, কোচবিহারে দফায় দফায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয় রাজ্যপালকে। এমনকি তাঁকে কালো পতাকা দেখান জনতার একাংশ। এ প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা নেতাদের বক্তব্য, কোভিড সংক্রমণের সময়ে ভ্যাকসিন কেন পাওয়া যাচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিতে দেরি করছে সে দিকে গুরুত্ব না দিয়ে রাজনীতি করতে আসরে নেমেছেন রাজ্যপাল। সে জন্যই আমজনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এদিন সকালে হেলিকপ্টারে কোচবিহার থেকে অসমে যাওয়ার কথা ছিল রাজ্যপালের. কিন্তু, আবহাওয়া খারাপ হওয়ার কারনে বিএসএফের হেলিকপ্টারের উড়ান সম্ভব হয়নি। তাই সড়ক পথে অসমে যান রাজ্যপাল। কোচবিহার সার্কিট হাউজে রাতে ছিলেন তিনি। সকালে সেখান থেকে অসমের ধুবরী জেলার আগমনিতে পৌঁছন রাজ্যপাল।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































