ব্রেকফাস্ট স্পোর্টস

0
8

১) ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার। ২০১৮ সালের পর ফের একবার মহিলা দলের কোচ হলেন তিনি।

২) করোনায় আক্রান্ত হলেন যুজবেন্দ্র চ‍্যাহালের বাবা এবং মা। কিছু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করানো হয় চ‍্যাহেলের বাবা কে কে চ‍্যাহালকে।

৩) বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে , যশপ্রীত বুমরাহের পর এবার করোনার টিকা নিলেন ঋষভ পন্থ। বৃহস্পতিবার টিকা নিলেন তিনি।

৪) কোভিডের  দাপটে বিপর্যস্ত মানুষের জীবন। দেখা দিয়েছে অক্সিজেনের অভাব, টিকার অভাব, ওষুধের অভাব। এমন অবস্থায় ভারতের পাশে দাড়ালেন  স্টিভ স্মিথ, অ্যালান বর্ডার, মিচেল স্টার্করা।

৫) আইসিসির টেস্ট র‍্যাঙ্কিএ শীর্ষ স্থানে ভারতীয় দল। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে পৌঁছে গেল বিরাট কোহলির দল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt