বিশ্বভারতীর উপাচার্যকে ফের নিশানা করলেন অনুব্রত মণ্ডল। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে তীব্র কটাক্ষ করেন তিনি।শান্তিনেকতনে অমিত শাহ আসার আগে থেকেই রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। অমিত শাহের সফরের পর বিশ্বভারতীর প্রতি আক্রমণ আরও জোরালো করে তৃণমূল কংগ্রেস।
নানুর বিধানসভার শিবরামপুর গ্রামে একটি মন্দিরের উদ্বোধনে বুধবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ফের কটাক্ষ করেন অনুব্রত। বলেন , “আগে করোনাটা সামলে নিই তারপর দেখবো ওঁকে।”
তিনি আরও বলেন, “আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি, এরকম দেখিনি। বিশ্বভারতীর উপাচার্য একটা পাগল।”
ঘটনার সূত্রপাত বিশ্বভারতীতে জারি হওয়া একটি নোটিসকে কেন্দ্র করে।
কেন বাংলার ভোটে বিজেপির পরাজয় – শীর্ষক একটি অনলাইন আলোচনা চক্রের ডাক দেন উপাচার্য। এরপরই শুরু হয় বিতর্ক । চাপে পড়ে সেই আলোচনা বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এরপরই উপাচার্যকে ফের কটাক্ষ করে হুঁশিয়ারি অনুব্রতর।








































































































































