সংক্রমণের কবল থেকে মুক্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। দিল্লির একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এরপর শ্বাসকষ্ট হওয়ায় দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছিল। বড় মেয়ে ও গাড়ির চালকও তার সঙ্গে আক্রান্ত হয়েছিলেন । তারাও ভাল আছেন।
বয়স নব্বই-র দোরগোড়ায়। দিল্লিতে যাওয়ার পর নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল বুদ্ধদেববাবুর। বুকে সর্দি বসে গিয়েছিল, সঙ্গে ছিল কাশিও। তবে করোনা পজিটিভ রিপোর্ট এলেও, সেভাবে উপসর্গ ছিল না প্রবীণ এই সাহিত্যিকের। সমস্ত দুশ্চিন্তার এখন কেটে গিয়েছে । করোনার কবল থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন ‘কোজাগর’-এর লেখক। জানা গিয়েছে, তিনি এখন সারাদিন মনের আনন্দে গান গাইছেন।
তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । দু-একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।








































































































































