বাংলা-সহ চার রাজ্যে ভোটপর্ব (Assembly Election) মিটতেই হু হু করে জ্বালানির দাম বৃদ্ধির খেলায় মেতেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার।
আজ, বুধবারও অব্যাহত সেই ধারা। একটানা দাম বেড়ে কলকাতায় (Kolkata) এ বছরে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রল-ডিজেলের (Petrol Diesel)। স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বাজারেও। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য অন্য পণ্যেরও মূল্যবৃদ্ধি হচ্ছে।
আজ, বুধবার লিটার প্রতি আরও ২৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম হল ৯২ টাকা ১৬ পয়সা। ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়াল ৮৫ টাকা ৪৫ পয়সা। গতকাল কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। যা নতুন রেকর্ড।
আরও পড়ুন-মমতা-মডেলে বিজেপি বধ করতে অখিলেশ যাদব পাশে চাইছেন প্রশান্ত কিশোরকে
শুধু কলকাতা নয়, বাণিজ্য নগরী মুম্বইতেও পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৮.৩৬ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ৮৯.৭৫ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৯২.০৫ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম লিটারে বেড়ে হয়েছে ৮২.৬১ টাকা।








































































































































