২৪ ঘণ্টায় দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ, বাড়ল মৃত্যুও

0
3

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) দেশজুড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। মাঝে দু’দিন আক্রান্তর সংখ্যা কমলেও শেষ ২৪ ঘন্টায় দেশে ফের উঠল দৈনিকে সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আরও ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন করোনা আক্রান্ত হলেন। বাড়ল মৃত্যুর সংখ্যাটাও। এই সময়ের মধ্যে করোনার বলি হয়েছেন ৪ হাজার ২০৫ জন। তবে, এই সময়ে সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন রোগী। আজ, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affirs) পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে।

সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৪ হাজারেরও বেশি। বর্তমানে এক্টিভ কেস ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯ জন। অন্যদিকে, এ পর্যন্ত দেশে ১৭ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার ৯৯১ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন:শীতলকুচি কাণ্ড: তদন্তে অসহযোগিতা জওয়ানদের, অসন্তুষ্ট CID প্রয়োজনে আদালতে যাবে

Advt