দেশে ফিরেও ভারতের জন্য মন খারাপ কেভিন পিটারসনের( kevin pietersen)। ভারতের করোনার ( corona) সংক্রমণের বাড়বাড়ন্ত দেখে মন খারাপ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। টুইট করে নিজেই জানালেন তিনি।

করোনার কারণে আইপিএল বন্ধ হওয়ে যাওয়ায়, দেশে ফিরে গিয়েছেন পিটারসন। দেশে ফিরে গেলেও কিন্তু পিটারসনের মনটা পড়ে রয়েছে ভারতেই। ইংল্যান্ডে বসেই এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা জোগাতে চান তিনি।
মঙ্গলবার হিন্দিতে টুইট করে পিটারসন লিখেছেন, “আমি হয়তো ভারত ছেড়ে চলে এসেছি। কিন্তু এখনও ভারতের কথাই ভেবে চলেছি। যাঁরা আমাকে ভালবাসা ও স্নেহে ভরিয়ে দিয়েছেন। অনুগ্রহ করে সকলে সাবধানে থাকুন। এই সময়টা পার হয়ে যাবে, কিন্তু আপনাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে।”
https://twitter.com/KP24/status/1391981782707449856?s=19
শুধু হিন্দি নয় ইংরেজিতেও একটি টুইট করেছেন পিটারসন। সেখানে তিনি লিখেছেন, “ভারত, আমি এমন একটি দেশকে দেখে কষ্ট পাচ্ছি, যে দেশকে আমি ভালবাসি।”
আরও পড়ুন:শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যেতে পারে দ্রাবিড়কে










































































































































